Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০১৮

দেশে পৌঁছেছে বিএসসির নতুন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’


প্রকাশন তারিখ : 2018-10-08

 
 চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে চীনে নির্মিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘বাংলার জয়যাত্রা ।

 

মধ্যপ্রাচ্য দেশ আরব আমিরাত থেকে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন পাথর বোঝাই করে দেশে ফিরেছে নতুন এই জাহাজটি। প্রায় ২৭ বছর পর বিএসসির বহরে এ নতুন জাহাজ যুক্ত হলো।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর ইয়াহইয়া সৈয়দ বাংলানিউজকে বলেন, চীনে নির্মিত ‘বাংলার জয়যাত্রা’ নামে এই নতুন জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনে নতুন মাত্রা যোগ করবে। অল্প কয়েকদিনের মধ্যে আরো একটি নতুন জাহাজ বিএসসির বহরে যোগ হবে। ইতিমধ্যে চীনের জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জাহাজটির নির্মাণ কাজ শেষ করেছে।

বিএসসির কর্মকর্তারা জানান, চীন সরকারের আর্থিক সহায়তায় জিটুজি’র ভিত্তিতে এক হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে বিএসসির জন্য ৬টি জাহাজ নির্মাণ করা হচ্ছে। চীনের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) আর্থিক ও কারিগরি সহায়তা করছে। জাহাজগুলো নির্মাণ করা হচ্ছে চীনের জিয়াংজু প্রদেশের ওয়াক্সি শহরে সিএমসির শিপইয়ার্ড জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে।

জাহাজগুলো নির্মাণে চীন সরকার দিচ্ছে এক হাজার ৪৪৮ কোটি এবং বিএসসি দিচ্ছে ৩৯৫ কোটি টাকা। এই ৬টি জাহাজের মধ্যে ৩টি অয়েল ট্যাংকার ও ৩টি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণ ক্ষমতা ৩৯ হাজার টন (ডিডাব্লিউটি)। এক সময় বিএসসির বহরে ৩৬টি জাহাজ ছিল, বর্তমানে রয়েছে ২টি। নতুন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বহরে যোগ হওয়ায় মোট জাহাজের সংখ্যা দাঁড়ালো তিনটি।

কর্মকর্তারা আরও জানান, গত ২৪ এপ্রিল চীনের ওই শিপইয়ার্ডে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটির লঞ্চিং ও নামকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। এর পর গত ১৩ জুলাই চীনের জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বিএসসি’র কাছে জাহাজজটি হস্তান্তর করে।

নবনির্মিত এই জাহাজটি চীন থেকে পণ্য বোঝাই করে প্রথমে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভারতের কয়েকটি বন্দরে যায়। এরপর সেখান থেকে কার্গো নিয়ে ওমান, সৌদি আরব এবং আরব আমিরাত ঘুরে গত ২ অক্টোবর বাংলাদেশে আসে।

শনিবার (০৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে (গভীর সাগরে) অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’জাহাজটি পরিদর্শনে যান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও বিএসসির শীর্ষ কর্মকর্তারা।

চীন থেকে নতুন জাহাজ দেশে আসায় সন্তোষ প্রকাশ করে বিএসসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কমোডর (অব.) মকসুমুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত হতে যাচ্ছে। ২০১০ সালে আমি বিএসসির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে এই জাহাজগুলো কেনার বিষয়ে প্রথম উদ্যোগ নেয়া হয়। ২০১৩ সালে একনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাহাজগুলো কেনার অনুমতি দেন।

বিএসসির বহরে এই নতুন জাহাজগুলো যুক্ত হলে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিএসসি আবারো ঘুরে দাঁড়াবে। বিশ্বের বিভিন্ন বন্দরে আবারও দেশের পতাকা নিয়ে বিএসসির জাহাজগুলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশা ব্যক্ত করেন কমোডর (অব.) মকসুমুল কাদের।

নবনির্মিত জাহাজটির বর্ণনা দিয়ে বিএসসির কর্মকর্তারা জানান, জাহাজটি লম্বায় ১৮০ মিটার, প্রস্তে ৪০ মিটার, গভীরতা (ড্রাফট) ৯ মিটার এবং ১৪ থেকে ১৬ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। আধুনিক এই জাহাজটিতে রয়েছে ইলেক্ট্রনিক চার্জ সিস্টেম।

সংগৃহীত-বাংলানিউজ