সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd নভেম্বর ২০২২
বিএসসির পরিচালনা পর্ষদের ৩১৪তম সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশন তারিখ
: 2022-11-01
নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব খালিদ মাহমুদ চৌধুরী এম.পি অদ্য ০১ নভেম্বর ২০২২ ঢাকাস্থ বিএসসি টাওয়ারে বিএসসির পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় সভাপতিত্ব করেন।সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং বিএসসির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মো: মোস্তফা কামাল স্যার।
বিএসসি ২০২১-২২ অর্থ বছরে মোট ৫১৭ কোটি টাকা আয় করে এবং নীট ২২৫ কোটি টাকা লাভ করেছে এবং বিএসসির শেয়ারের ইপিএস ১৪.৮০ যা সভায় অবহিত করা হয়।
সভায় বিএসসির শেয়ারহোল্ডারদের ২০% ক্যাশ ডিভিডেন্ড প্রদানের বিষয়টি অনুমোদিত হয়।
সভায় জানানো হয় যে, চীন সরকারের সহায়তায় বিএসসি চীন থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহ করবে। এর মধ্যে দু'টি ক্রুড অয়েল ট্যাংকার; যার প্রতিটির ধারণক্ষমতা এক লাখ ডেড ওয়েট টন। দু'টি ৮০,০০০ হাজার টন (প্রতিটি) ধারণক্ষমতা সম্পন্ন বাল্ক ক্যারিয়ার। এজন্য ব্যয় হবে ২৪১.৯২ মিলিয়ন ইউএস ডলার। দু'টি ক্রুড অয়েল মাদার ট্যাংকারের ব্যয় ধরা হয়েছে ১৫১.৯৬ মিলিয়ন ইউএস ডলার। দু'টি মাদার বাল্ক ক্যারিয়ার সংগ্রহে ব্যয় হবে ৮৯.৯৬ মিলিয়ন ইউএস ডলার।
মাননীয় উপদেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
মাননীয় উপদেষ্টা
নৌপরিবহন মন্ত্রণালয়.... বিস্তারিত
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক
কমডোর মাহমুদুল মালেক, (সি), বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন
.......বিস্তারিত
অভ্যন্তরীণ ই-সেবা
নতুন জাহাজের ই-মেইলসমূহ-
joyjatra@bsc.gov.bd - বাংলার জয়যাত্রা
samriddhi@bsc.gov.bd - বাংলার সমৃদ্ধি
arjan@bsc.gov.bd - বাংলার অর্জন
agrajatra@bsc.gov.bd - বাংলার অগ্রযাত্রা
agradoot@bsc.gov.bd - বাংলার অগ্রদুত
agragoti@bsc.gov.bd - বাংলার অগ্রগতি
কেন্দ্রীয় ই-সেবা
হট লাইন নম্বর
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর